You dont have javascript enabled! Please enable it!

নৌ ও সেনাবাহিনী নিয়ােগের ফলে
বন্দর হইতে পূর্ণ গতিতে খাদ্যশস্য পরিবহন অব্যাহত

যথেষ্ট সংখ্যক ট্রাক ও ওয়াগন না থাকা সত্ত্বেও নৌ ও সেনাবাহিনী নিযােগের পর বন্দর হইতে দেশের অভ্যন্তরে খাদ্যশস্য প্রেরণ পূর্ণগতিতে অব্যাহত রহিয়াছে।
গতকাল (বুধবার) আন্তসার্ভিস জনসংযােগ বিভাগের এক প্রেস রিলিজে বলা হয় যে, সেনাবাহিনী গত সপ্তাহে চট্টগ্রাম বন্দর হইতে ৩০,২৪৪ টন গম দেশের অভ্যন্তরে প্রেরণ করিয়াছে। অপরদিকে খুলনা হইতে দেশের অভ্যন্তরে ১৭,১১৬ টন গম প্রেরণ করা হইয়াছে। ইহার মধ্যে ৮,২০৮ টন রেলওয়ে ওয়াগন যােগে এবং ৮,৯০৮ টন ট্রাকযােগে প্রেরিত হইয়াছে। | নৌবাহিনী চালনা বন্দরে ৬,৭৫৩ টন চাউল ও ১০,৪০৭ টন গম খালাস করিয়াছে। চট্টগ্রাম বন্দরে নৌবাহিনী ৬,০৪২ টন চাউল ও গম খালাস করিয়াছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৬ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!