১১ মাসে ২৭৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন
গতমাসে ১৮ কোটি ৮৪ লক্ষ টাকার পণ্য রফতানী লইয়া বিগত এগারাে মাসের রফতানী বাবদ বাংলাদেশ ২ শত ৭৩ কোটি ৬৫ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করিয়াছেন।
বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাবের বরাত দিয়া এনা জানান, এপ্রিলের ২ লক্ষ ৫৮ হাজার টাকার স্থলে মে মাসে ১৩ লক্ষ টাকার অপ্রচলিত পণ্য রফতানী হইয়াছে। অবশ্য প্রচলিত পণ্য কম রফতানী হওয়ায় মে মাসে এপ্রিলের তুলনায় মােট রফতানী হ্রাস পায়। গত মাসের প্রধান রফতানী পণ্যগুলি হইতেছে: পাট ১ কোটি ৪৪ লক্ষ টাকা, পাটজাত দ্রব্য ১৫ কোটি ২৩ লক্ষ টাকা, চা ১ কোটি ৯ লক্ষ টাকা, চামড়া ১ কোটি ৯৫ লক্ষ টাকা, জমান চিংড়ী ও ব্যাঙ ৪ লক্ষ ৭৯ হাজার টাকা।
বাংলাদেশের পণ্যের প্রধান ক্রেতাদেশগুলি হইতেছে যুক্তরাজ্য, বেলজিয়াম, নাইজেরিয়া, পশ্চিম জার্মানী, মিসর, ফ্রান্স, পােল্যান্ড ব্রাজিল, জার্মান ও ইটালী।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৬ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত