সমৃদ্ধির ধারা ত্বরান্বিত করার জন্য উৎপাদন বৃদ্ধিতে ব্রতী হউন
প্রধানমন্ত্রী জনাব এম. মনসুর আলী দেশের প্রতিটি মানুষকে শােষণমুক্ত সুখী ও সমৃদ্ধিশালী সমাজ গঠনের ধারা ত্বরান্বিত করার উদ্দেশ্যে দ্বিতীয় বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হইয়া সর্বান্তকরণে ও ঐক্যদ্ধভাবে উৎপাদন বৃদ্ধির জন্য নিজদিগকে নিয়ােজিত করার আহ্বান জানাইয়াছেন। বুধবার স্থানীয় বিদ্যালয় প্রাঙ্গণে সিরাজগঞ্জ জেলা বাকশাল সভাপতি জনাব মােতাহার হােসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় প্রধানমন্ত্রী বলেন যে, জাতীয় প্রগতি ও জনগণের কল্যাণ সাধনের পথে বিরাজমান যুগ-যুগান্তরের প্রতিবন্ধক দূর করিবার উদ্দেশ্যে যে “দৃঢ়চেতা এক্য ও আত্মােৎসর্গের মনােভাব লইয়া তাহারা যেভাবে মুক্তিযুদ্ধ। পরিচালনা করিয়াছিলেন দ্বিতীয় বিপ্লব সফল করিবার উদ্দেশ্যে সেই চেতনা পুন: প্রদর্শনের জন্য আহ্বান জানান।
জনসভায় জাতীয় যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মােহাম্মদ নাসিমও, বক্তৃতা করেন।
জনগণকে আন্তরিকতা লইয়া শােষণমুক্ত সমাজের ভিত্তি রচনায় অগ্রসর হইবার আহ্বান জানাইয়া প্রধানমন্ত্রী স্মরণ করাইয়া দেন যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব আপনাদের জন্যই রহিয়াছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের সারবস্তু ‘সামাজিক বিচার ও অর্থনৈতিক গণতন্ত্র সমাজের ‘সামঞ্জস্যপূর্ণ ও অব্যাহত’ প্রগতি নিশ্চিত করিবে। তিনি বলেন যে, এই সকল লক্ষ্য অর্জনের জন্য সরকার জাতীয় কর্মধারা পুনর্বিন্যাস করিয়া গ্রাম হইতে শুরু করা এবং জনগণের সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করা ও জনগণের কল্যাণ সাধনের জন্য প্রশাসনিক কাঠামাে পুনর্গঠন করিতেছেন।
জনাব মনসুর আলী বলেন যে, নয়া প্রশাসনিক কাঠামাে সরকার ও জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়িয়া তুলিবে এবং জনগণকে শাসন করার ঔপনিবেশিক ধারার অবসান ঘটিবে। তিনি বলেন, জনগণও তাহাদের কল্যাণকে কেন্দ্র করিয়াই এখন সকল সরকারী ক্রিয়াকলাপ আবর্তিত হইবে।
প্রধানমন্ত্রী বলেন যে, কেন্দ্র হইতে চাপানাের পরিবর্তে গ্রাম হইতেই সকল জাতীয় কর্ম তৎপরতা বিকিরিত হইবে, সাধারণ মানুষের অর্থনৈতিক জীবনের মানােন্নয়নই ইহার লক্ষ্য। তিনি বলেন যে, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক কর্মী, বিভিন্ন পেশার কর্মী ও সাধারণ মানুষ একত্রে মিলিত হইয়া নিজেদের সহস্যাবলী যাচাই করিবে এবং সমস্যা নিরসনে ব্রতী হইবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, চলিত বৎসর সরকার প্রায় ১০০টি সমবায় গ্রাম গড়িয়া তুলিবার কর্মসূচী গ্রহণ করিয়াছেন। এ ব্যাপারে বাজেটে ১০ কোটি টাকা বরাদ্দ হইয়াছে। সমবায় সমুহ গ্রাম পর্যায় হইতে জাতীয় কর্মধারা ব্যাপ্ত করার নূতন সরকারী নীতির ভিত্তি হিসাবে কাজ করিবে।
জনসভায় জাতীয় যুবলীগ নেতা মােহাম্মদ নাসিম যুবশক্তিকে বঙ্গবন্ধুর নেতৃত্বে দ্বিতীয় বিপ্লবের অগ্রসেনা হিসাবে উখিত হইতে আহ্বান জানান।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৭ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত