You dont have javascript enabled! Please enable it!

নাটোর ও সাতক্ষীরায় সমবায়ভিত্তিক আদর্শ গ্রাম গড়ার কর্মসূচী

নাটোর মহকুমার অন্তর্গত বড়াই গ্রাম থানার বিভিন্ন গ্রামের জনসাধারণ তাহাদের নিজেদের উদ্যোগে সমবায়ভিত্তিক আদর্শ গ্রাম গড়িয়া তােলার জন্য ব্যাপক কর্মসূচী গ্রহণ করিয়াছে।
সমবায় আন্দোলনকে সফল করার জন্য জনগণের এই ঐক্যান্তিক প্রচেষ্টায় ইতিমধ্যেই এতদঞ্চলে ব্যাপক সাড়া পাওয়া গিয়াছে।
উল্লেখযােগ্য যে, প্রথমে উক্ত থানার কাটাশকুল গ্রামের জনসাধারণ সমবায় ব্যবস্থার মাধ্যমে ৫ শত একর জমিতে চাষাবাদ করে। সেখানে ১৫০ বিঘা জমিতে চান্দিনা ধান লাগান হয়।
ইতিমধ্যেই কাটাশকুল গ্রামে নিরক্ষরতা দূরীকরণের জন্য নৈশ বিদ্যালয় এবং শিশুদের শরীর চর্চা, সংগীত ও কৃষি বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা চালু করা হইয়াছে। ইহা ছাড়া, দুঃস্থ মহিলাদের কর্ম সংস্থানের জন্য সমিতির পক্ষ হইতে উেঁকি সরবরাহ করিয়া গ্রামের সমস্ত ধানই এইসব পেঁকিতে ভানার ব্যবস্থা প্রবর্তন করা হইয়াছে। ধান ভানিয়া দুঃস্থ স্ত্রীলােকেরা মাথাপিছু দৈনিক ৬ টাকা উপার্জন করিতেছে। সমবায় ব্যবস্থায় কাঠাশকুল গ্রামের জনগণের সাফল্য দেখিয়া ইতিমধ্যেই একই থানার প্রিয়ভাগ, আদগ্রাম ও কুমারখালী গ্রামের অধিবাসীরা সমবায়ভিত্তিতে জমি চাষাবাদের প্রচেষ্টা চালাইতেছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ২২ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!