সাতক্ষীরার প্রতিটি থানায় সমবায় সমিতি
খুলনার সাতক্ষীরা হইতে আমাদের সংবাদদাতা জানান, সম্প্রতি সাতক্ষীরা মহকুমা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত মহকুমার উন্নয়ন বিভাগের কর্মচারী, রাজনৈতিক কর্মী ও সুধীবৃন্দের এক অধিবেশনে অত্র মহকুমার প্রতিটি থানায় তিনটি গ্রামের সমন্বয়ে একটি করিয়া বহুমুখী গ্রাম্য সমবায় সমিতি গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হইয়াছে। উক্ত সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরা থানার রায়পুর, কুশডাঙ্গা ও শ্যামনডাঙ্গা শ্যামনগর থানার চিংড়িখালী; ফুলবাড়ি ও যাদবপুর; আশাশুনি থানার আশাশুনি, শ্রীকলস ও ধান্যহাটি; দেবহাটা থানার চণ্ডিপুর, মাগরীরকে ও কালিকৃষ্ণপুর এবং কলারােয়া থানার গােপীনাথপুর, ঝিকরা ও লােহাচূড়া গ্রাম উক্ত সমবায় সমিতির অন্তভুক্ত হইয়াছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২২ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত