You dont have javascript enabled! Please enable it!

সাতক্ষীরার প্রতিটি থানায় সমবায় সমিতি

খুলনার সাতক্ষীরা হইতে আমাদের সংবাদদাতা জানান, সম্প্রতি সাতক্ষীরা মহকুমা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত মহকুমার উন্নয়ন বিভাগের কর্মচারী, রাজনৈতিক কর্মী ও সুধীবৃন্দের এক অধিবেশনে অত্র মহকুমার প্রতিটি থানায় তিনটি গ্রামের সমন্বয়ে একটি করিয়া বহুমুখী গ্রাম্য সমবায় সমিতি গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হইয়াছে। উক্ত সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরা থানার রায়পুর, কুশডাঙ্গা ও শ্যামনডাঙ্গা শ্যামনগর থানার চিংড়িখালী; ফুলবাড়ি ও যাদবপুর; আশাশুনি থানার আশাশুনি, শ্রীকলস ও ধান্যহাটি; দেবহাটা থানার চণ্ডিপুর, মাগরীরকে ও কালিকৃষ্ণপুর এবং কলারােয়া থানার গােপীনাথপুর, ঝিকরা ও লােহাচূড়া গ্রাম উক্ত সমবায় সমিতির অন্তভুক্ত হইয়াছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ২২ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত