কুমিল্লার পল্লীতে ৯৪ বাণ্ডিল বিড়ি পাতা উদ্ধার ॥ ৪ ব্যক্তি গ্রেফতার
সম্প্রতি কোতােয়ালী থানার পুলিশ গােপন সূত্রে প্রাপ্ত এক অভিযােগের ভিত্তিতে প্রতাপপুর গ্রামের জনৈক আবদুর রশিদের বাড়ীতে তল্লাশী চালাইয়া সাড়ে ৪ হাজার টাকা মূল্যের ৪২ বাণ্ডিল ভারতীয় বিড়ির পাতা উদ্ধার করিয়াছে। সংশ্লিষ্ট চোরাচালানীকেও গ্রেফতার করা হইয়াছে। ইহাডাড়া বুড়িচং থানার রামচন্দ্রপুর গ্রামে সুলতান আহম্মদ নামক জনৈক কুখ্যাত চোরাচালানীর বাড়ী হইতে ৫২ বাণ্ডিল ভারতীয় বিড়ির পাতা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ৩ জনকে গ্রেফতার করা হইয়াছে। অভিযােগে প্রকাশ, এইসব বিড়ির পাতা বাংলাদেশী চাউল ও অন্যান্য দ্রব্যের বিনিময়ে চোরাপথে সীমান্তের অপর পার হইতে আমদানী করা হইয়াছিল। এ ব্যাপারে মামলা দায়ের করা হইয়াছে। উল্লেখযােগ্য যে, সাম্প্রতিককারৈ বিডি, আর বাহিনীও জেলার বিভিন্ন স্থান হইতে চোরাপথে আমদানীকৃত বহু টাকার ভারতীয় বিড়ির পাতা উদ্ধার করিতে সক্ষম হইয়াছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২২ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত