You dont have javascript enabled! Please enable it! 1975.06.22 | উৎপাদন বৃদ্ধিই লক্ষ্য | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

উৎপাদন বৃদ্ধিই লক্ষ্য

উৎপাদন বৃদ্ধি তথা কৃষককুলকে সুসংহত করাই জাতীয় কৃষক লীগের অন্যতম লক্ষ
গতকাল (শনিবার) সন্ধ্যায় জাতীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক মি: ফনি মজুমদার জামালপুর জেলা হইতে আগত কৃষক প্রতিনিধিদের উদ্দেশ্যে ভাষণ দান প্রসঙ্গে একথা বলেন। প্রতিনিধি দলটি মি: ফনি মজুমদারকে জাতীয় কৃষকলীগ কেন্দ্রীয় কার্যালয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন।
বঙ্গবন্ধুর নির্দেশিত পথে উৎপাদন বৃদ্ধি ও সুষম বণ্টনের উপর গুরুত্ব আরােপ করিয়া মি: ফনি মজুমদার বলেন যে, বাংলাদেশের কৃষক আন্দোলনের একটি গুরত্বপূর্ণ দিক হইল ভূমি সংস্কার।
অনুষ্ঠানে জাতীয় কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব বাদল রশীদ এম.পি বলেন, কৃষককুলের উপর আজ এক ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হইয়াছে এবং সার্থকভাবে উহা পালনের জন্য তাহাদিগকে সুসংগঠিত হইতে হইবে।
সম্বর্ধনানুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বন্যানিয়ন্ত্রণ মন্ত্রী জনাব আবদুর রব সেরনিয়াবত, জনাব হেদায়েতুল ইসলাম, জনাব আবদুল আউয়াল, জনাব রহমত আলী, জনাব আবু-আল-সাঈদ, জনাব হাবিবুল্লাহ বিশ্বাস, মােহাম্মদ নূরুল ইসলাম জনাব নুরুর রহমান, জনাব আশরাফ হােসেন প্রমুখ।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ২২ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত