You dont have javascript enabled! Please enable it!

শীঘ্রই বাংলাদেশ ও আমীরাতের মধ্যে আমীরাতের মধ্যে বাণিজ্য ও সাংস্কৃতিক চুক্তি

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত শীঘ্রই বাণিজ্য ও সাংস্কৃতিক চুক্তি সম্পাদন করিবে। আমিরাতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী জনাব মানা সাঈদ আল ওতাইবার চারদিনব্যাপী বাংলাদেশ সফর শেষে গতকাল (রবিবার) যুগপৎ ঢাকা ও আবুধাবী হইতে প্রকাশিত এক যুক্ত ইশতাহারে এই তথ্য প্রকাশ করা হয়। – সাংস্কৃতিক দল, সাংবাদিক, খেলােয়াড় দলের সফর বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সাংস্কৃতিক সহযােগিতা বৃদ্ধির উদ্দেশ্যে উভয় দেশ যথাসম্ভব শীঘ্র সাংস্কৃতিক চুক্তি স্বাক্ষর করিতে মতৈক্যে পৌঁছিয়াছে।
সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ হইতে আরও প্রকৌশলী, কারিগর ও কায়িক শ্রমিক সংগ্রহ করিতে সম্মত হইয়াছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৩ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!