You dont have javascript enabled! Please enable it! 1975.06.19 | আবদুল মােমেনের রােম যাত্রা: বিশ্ব খাদ্যপরিষদ সম্মেলনে বাংলাদেশ ৬ লক্ষ টন খাদ্যশস্যের জন্য অনুরােধ জানাইবে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

আবদুল মােমেনের রােম যাত্রা
বিশ্ব খাদ্যপরিষদ সম্মেলনে বাংলাদেশ ৬ লক্ষ টন খাদ্যশস্যের জন্য অনুরােধ জানাইবে

খাদ্য, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী জনাব আবদুর মােমেন বলেন, বাংলাদেশে নিয়মিত খাদ্য সরবরাহ ছাড়াও অভাবিত কোন বিপর্যয়ের মােকাবিলার উদ্দেশ্যে ভাণ্ডার গড়িয়া তােলার নিমিত্ত ৬ লক্ষ টন খাদ্যশস্যের সম্মেলনে অনুরােধ জানান হইবে।
মন্ত্রী আগামী ২৩শে জুন হইতে ৫ দিনব্যাপী রােমে অনুষ্ঠিতব্য বিশ্ব খাদ্য পরিষদের সম্মেলনে যােগদানের জন্য গতকাল (বুধবার) রােমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের প্রাক্কালে বিমানবন্দরে সাংবাদিকদের সহিত আলাপ করিতেছিলেন।
বিমানবন্দরে খাদ্যমন্ত্রীকে বিদায় অভ্যর্থনা জানান তথ্য ও বেতার প্রতিমন্ত্রী জনাব তাহের উদ্দিন ঠাকুর এবং ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী মি: ক্ষিতিশচন্দ্র মণ্ডল।
খাদ্যমন্ত্রী বলেন, অন্যান্য খাদ্য ঘাটতি দেশের চাহিদার বাহুল্য চিন্তা করিয়াই উল্লেখিত ৬ লক্ষ টনের সুনরােধ জানান হইবে। কারণ, বাংলাদেশের মাসিক খাদ্য চাহিদাই ১১ লক্ষ টন।
তিনি বলেন, সম্মেলনে খাদ্য ঘাটতি দেশসমূহের সাহায্যের জন্য একটি আন্তর্জাতিক খাদ্য গুদাম স্থাপনের ব্যাপারেও বাংলাদেশ প্রস্তাব করিবে।
তিনি বলেন, বাংলাদেশ ও বৎসরের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কর্মসূচী গ্রহণ করিয়াছে এবং এই কর্মসূচীর লক্ষ্য অর্জনের জন্য বর্তমানে প্রয়ােজন বীজ, গবাদিপশু এবং উদার খাদ্য সাহায্য।
মন্ত্রীর সহিত রহিয়াছেন কৃষি সচিব জনাব আনিসুজ্জামান ও খাদ্য দফতরের যুগ্ম সচিব জনাব কামালউদ্দীন চৌধুরী। মন্ত্রী আগামী ৬ই জুলাই স্বদেশ প্রত্যাবর্তন করিবেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৯ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত