৬ মাসে ৫৮ জনের প্রাণহানির পর তারাব-নরসিংদী সড়কে দ্রুতযান বন্ধের সিদ্ধান্ত অভিনন্দিত
তারাব নরসিংদী সড়কে ব্যক্তিমালিকানাধীন লােকাল বাসগুলি ‘দ্রুতযানে রূপান্তরিত করার খেসারতস্বরূপ গত ৬ মাসে অন্যূন ৫৮টি আদম সন্তান অকালে প্রাণ হারাইয়াছে বলিয়া এক পরিসংখ্যানে জানা গিয়াছে। আর আহতের সংখ্যা হইতেছে দুই শতাধিক।
উল্লেখযােগ্য যে, তারাব নরসিংদী সড়কটি অত্যন্ত সরু। তদুপরি রাস্তাটি অসংখ্য গর্তে পরিপূর্ণ থাকায় উহা দ্রুতযান চলাচলের উপযােগী নহে। কিন্তু বাস মালিক ও সংশ্লিষ্ট মহল ভাড়া বাবত অতিরিক্ত টাকা লুটিবার লােভে যথাযথ সরকারী কর্তৃপক্ষের অনুমতি না নিয়াই তাহাদের লােকাল বাসগুলিতে দ্রুতযানের সাইনবাের্ড লাগাইয়া চালাইতে থাকে। ফলে দুর্ঘটনার সংখ্যাও মারাত্মকভাবে বাড়িয়া যায়। যাত্রীরাও নাস্তানাবুদ হইতে থাকে। অবস্থা বিবেচনা করিয়া সরকারী কর্তৃপক্ষ কিছুদিন পূর্বে উক্ত সড়কে দ্রুতযান চলাচল বন্ধ করিয়া দেন। সরকারের এই হস্তক্ষেপ এতদঞ্চলের জনগণ কর্তৃক অভিনন্দিত হইয়াছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৯ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত