বাকশাল কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠকে বঙ্গবন্ধুর ভাষণের পূর্ণ বিবরণ
গতকাল (বৃহস্পতিবার) বঙ্গভবনের অনুষ্ঠিত বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠকে দলীয় চেয়ারম্যান জাতির জনক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদত্ত ভাষণের পূর্ণ বিবরণ নিম্নে প্রদান করা হইল:
আজকে প্রথমদিন আমরা এখানে বসেছি সকলের সঙ্গে দেখাশুনা করার জন্য—যাকে বলা হয় ‘গেট টুগেদার’। যাতে আমরা মেম্বার যারা রয়েছি, সকলে একসঙ্গে বসতে চাই, সকলকে যেন চেনা যায়, আলােচনা করা যায় এবং জানা যায় কি অবস্থা।
শীগগিরই অ্যাসেম্বলী সেসন হবে, বাজেট সেসন। আগস্ট মাসে সেন্ট্রাল কমিটির বৈঠক বসবে। একদিন দুদিনের জন্যে নয়, দরকার হলে পাঁচ সাত দিনের জন্য বসবে এবং সেই সেন্ট্রাল কমিটির মিটিংয়ে বিভিন্ন এজেন্ডা দেওয়া হবে। সেই এজেন্ডা অনুযায়ী কনফারেন্সকে ভাগ করে কতগুলাে সাব-কমিটি বা কমিশন করে দেওয়া হবে। বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বাইরের যদি দরকার হয় তাদের নিয়ে বিভিন্ন বিষয় আলােচনা করে একটি প্রপােজাল সাবমিট করা হবে কনপারেন্সের কাছে। যেমন, ফুড, এগ্রিকালচার, ইনডাস্ট্রি, ফ্লাড কন্ট্রোল এডুকেশন বিভিন্ন। সাবজেকটের সাব-কমিটি করে তাদের কাছে দেওয়া হবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২০ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত