You dont have javascript enabled! Please enable it!

বায়তুল মােকাররমে জুমার নামাজ

সফররত আরব আমিরাতের তৈলমন্ত্রী জনাব মানা আল ওতাইবা ও প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ গতকাল বায়তুল মােকাররমে জুমার নামাজ আদায় করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেনও তাঁহাদের সহিত নামাজ আদায় করেন। তার-চট, আগরবাতি, নারিকেলের ছােবড়ায় তৈরী রশি, ঝাড়, ইত্যাদি রপ্তানী হবে।
ঢাকার একটি রফতানীকারক প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমীরাতে বার লক্ষ টাকা মূল্যের নারিকেলের ছােবড়ায় তৈরী রশি, পি, ভি, সি ক্যাবল এবং ঝাড় রপ্তানীর জন্য লেটার অব। ক্রেডিট লাভ করিয়াছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ২১ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত