অধিক শস্য ফলনের উপায় উদ্ভাবন করুন
কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ অল্প জমিতে অধিক শস্য ফলনের উপায় উদ্ভাবনের জন্য কৃষিবিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান।
এনা জানান, কৃষিমন্ত্রী গতকাল (শুক্রবার) বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদের (বিএআরসি) চতুর্থ বার্ষিক সভা উদ্ভোধন করিতেছিলেন। তিনি এই পরিষদের চেয়ারম্যান।
জনাব সামাদ কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপনীত হওয়ার জন্য সমস্যাভিত্তিক গবেষণা, দলগত কাজ ও বহুমুখী শৃঙ্খলানুগ উদ্যোগ গ্রহণের উপর জোর দেন।
মন্ত্রী দ্রুত ফললাভের জন্য বিভিন্ন গবেষণামূলক সংস্থার কাজের সমন্বয় সাধনের প্রয়ােজনীয় তার উপর গুরুত্ব আরােপ করেন।
জনাব সামাদ বলেন যে, নয়া ও যথার্থ কৃৎকৌশল প্রয়ােগের মাধ্যমেই কৃষি উৎপাদন বৃদ্ধি পাইতে পারে। মন্ত্রী বন্যা ও খরায় টিকিয়া থাকিতে পারে এবং পােকার আক্রমণ প্রতিরােধ করিতে পারে এমন ধরনের নয়া ফসল উদ্ভাবনের উপর গুরুত্ব আরােপ করেন।
বিএ আর সি’র চতুর্থ বার্ষিক সভার বিভিন্ন স্কীম পরীক্ষা করার পর কৃষি উন্নয়ন্ন ও খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন গবেষণামূলক সংস্থা ও বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত ১৪টি স্কীম অনুমােদন করা হয়।
পরিষদের কার্যনির্বাহী ভাইস চেয়ারম্যান ড. বদরুদ্দোজ্জা তাহার রিপাের্টে উল্লেখ করেন যে, উন্নতমানের সয়াবিন, ধান ও সঙ্গী বীজ উদ্ভাবনসহ পরিষদ ইতিমধ্যেই কতিপয় সমন্বিত গবেষণা প্রকল্পের বিষয়ে অগ্রগতি সাধন করিয়াছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২১ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত