You dont have javascript enabled! Please enable it! 1975.06.18 | নাটোরে নদী ও খাল পুনঃ খনন | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

নাটোরে নদী ও খাল পুনঃ খনন

নাটোর (রাজশাহী) হইতে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, চলতি বৎসর নাটোর মহকুমার ‘কাজের বিনিময়ে খাদ্য এবং বিশ্ব খাদ্য কর্মসূচীর আওতায় ভরাট নদী ও খাল পূর্ণঃখননের জন্য ৩১ হাজার ৭ শত ৫২ মণ গম বরাদ্দ করা হইয়াছে। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীকে লালপুর থানায় বােয়ালীয়া পাড়া হইতে খলিশাডাঙ্গা পর্যন্ত ১২ মাইল দীর্ঘ খাল এবং বড়াইগ্রাম থানার বড়াল নদীর খননকার্য চলিতেছে। ইহা ছাড়া বিশ্ব খাদ্য কর্মসূচিতে নাট্যের থানার নাবােদ নদী খনন করা হইতেছে। প্রকাশ, এই বৎসর ৫ মাইল দীর্ঘ উক্ত নদীর ৮ মাইল এলাকা খননের কাজ শেষ করা হইবে। উভয় প্রকল্পেই দৈনিক কয়েক হাজার শ্রমিক কাজ করিয়া যাইতেছে। উল্লেখযােগ্য যে, এইসব প্রকল্প বাস্তবায়নের কাজ সমাপ্ত হইলে মহকুমার বিস্তীর্ণ এলাকায় অধিক ফসল উৎপাদনে অনুকূল পরিবেশ সৃষ্টি করিবে। ইহা ছাড়া একই আওতায় মহকুমার বিভিন্ন থানার অনেক ছােট প্রকল্প বাস্তবায়নের কাজ ইতিমধ্যেই সমাপ্ত হইয়াছে বলিয়া প্রশাসন কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়াছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৮ জুন ১৯৭৫