You dont have javascript enabled! Please enable it! 1975.06.18 | কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর অধীনে বাঁধ নির্মাণ নদী ও খাল খননের কাজ চলিতেছে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর অধীনে
বাঁধ নির্মাণ নদী ও খাল খননের কাজ চলিতেছে

বন্যা ও পাহাড়িয়া ঢলের কবল হইতে হাজার হাজার একর জমির ফসল ও সানন্দবাড়ি বাজার রক্ষার জন্য একটি বাঁধ নির্মাণের কাজ দ্রুতগতিতে আগাইয়া চলিয়াছে। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর আওতায় নির্মীয়মাণ উক্ত বাঁধের দুই পার্শ্বে বাঁশের বেড়াও লাগান হইতেছে। উল্লেখযােগ্য যে, এই বাঁধ প্রকল্প বাস্তবায়নে প্রতি দিন হাজার হাজার শ্রমিকের কাজের সংস্থান হইতেছে। নির্মাণ কাজ সমাপ্ত হইলে বাঁধের মধ্যবর্তী বিভিন্ন এলাকার হাজার হাজার একর পতিত জমি কৃষির আওতায় আনা সম্ভব হইবে বলিয়া আশা করা যাইতেছে। বাঁধের নির্মাণ কাজ শুরু হওয়ার পর ইতিমধ্যেই বিস্তর এলাকায় চীনা ও কাউন ধানের আবাদ করা হইয়াছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৮ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত