You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধু সকাশে চিকিৎসকবৃন্দ

পােষ্ট গ্রাজুযেই চিকিৎসা ও গবেষণা ইনষ্টিটিউটের ঊর্ধ্বতন শিক্ষকবৃন্দ ও সেবক কর্মচারী মণ্ডলী এবং বাংলাদেশ চিকিৎসাবিদ ও শল্যবিদ সংস্থার ফেলােগণ গতকাল (মঙ্গলবার) গণভবনে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহিত সাক্ষাৎ করেন এবং এক দলীয় সরকার প্রবর্তন ও জাতীয় দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠনের জন্য তাঁহাকে অভিনন্দন জানান।
বাসস’র খবরে বলা হয় যে, জাতীয় দলের ব্যাপকভাবে জনপ্রশংসিত গঠনতন্ত্র ঘােষণার জন্যও তাহার বঙ্গবন্ধুকে অভিনন্দন জানান। তাহারা জাতির জনককে পুষ্পস্তবক উপহার দেন।
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস-এর সভাপতি অধ্যাপক মাে: ইব্রাহীম এবং পােষ্ট গ্রাজুয়েট চিকিৎসা ও গবেষনা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নূরুল ইসলামও তাঁহাদের সঙ্গে ছিলেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৮ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!