You dont have javascript enabled! Please enable it! 1975.06.17 | জাতীয় ছাত্রলীগের সভায় গৃহীত প্রস্তাব- বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতি গঠনের সংগ্রামে ঝাপাইয়া পড়ার আহ্বান | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

জাতীয় ছাত্রলীগের সভায় গৃহীত প্রস্তাব
বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতি গঠনের সংগ্রামে ঝাপাইয়া পড়ার আহ্বান

গতকাল (সােমবার) সন্ধ্যায় জাতীয় ছাত্রলীগের কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় গৃহীত এক প্রস্তাবে ‘যুগ যুগব্যাপী নির্যাতনের যাঁতাকলে নিষ্পিষ্ট জনগণকে একটি উন্নত ও সমৃদ্ধিশালী জাতিকে রূপান্তরিত করার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সংগ্রামে ঝাপাইয়া পড়ার জন্য দেশের ছাত্রসমাজকে জাতীয় ছাত্রলীগের পতাকাতলে সমবেত হইবার” আহ্বান জানান হয়। প্রস্তাবে বাংলাদেশ জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি বঙ্গবন্ধুর নেতৃত্বে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচী বাস্তবায়নকল্পে সামগ্রিক সংগ্রামের শপথ ঘােষণা করা হয়। সভায়। সভাপতির করেন শেখ শহীদুল ইসলাম।
বার্তা সংস্থা বাসস’ ও ‘এনা’ এই সংবাদ দিয়াছে। সভা আজ (মঙ্গলবার) পর্যন্ত মুলতবী রাখা হয়।
সভায় গৃহীত প্রস্তাবে বলা হয় “২৫শে জানুয়ারী জাতীয় সংসদে এবং ২৬শে মাঠ সােহরাওয়ার্দী উদ্যানে প্রথম ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু জনগণের পরিপূর্ণ মুক্তির ৭ই মার্চ নির্দেশ করিয়াছেন। সমাজকে এবং শােষিতের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় অগ্রগতিকে অব্যহত ও প্রতিবন্ধকতামূক্ত করার জন্য বঙ্গবন্ধু দ্বিতীয় বিপরবের নির্দেশ দিয়াচেন। বঙ্গবন্ধুর দৃঢ় ও গতিশীল নেতৃত্বে গৃহীত পদক্ষেপ মূল ছাত্র তথা নির্যাতিত মানুষকে আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়াছে। আমরা ছাত্রসমাজের পক্ষ হইতে বঙ্গবন্ধুকে অভিনন্দন জানাইতেছি।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৭ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত