উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্বনির্ভর দেশ গড়িয়া তুলুন—ইউসুফ আলী
বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নিযুক্ত হওয়ায় সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষ হইতে গতকাল (সােমবার) শিল্পকলা একাডেমীতে আয়ােজিত এক অনুষ্ঠানে শ্রম, সমাজকল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক মন্ত্রী অধ্যাপক ইউসুফ আলীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব জনাব এ. কে. এম. জাকারিয়া। মন্ত্রীকে সম্বর্ধনা জানাইয়া বক্তৃতা করেন বাংলা একাডেমীর মহাপরিচালক ড. মুস্তাফা নূর উল ইসলাম, জাতীয় জাদুঘরের পরিচালক ড. এনামুল হক, বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালক ড. নাজিম উদ্দীন, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক সরদার জয়েনউদ্দীন, বাংলাদেশ ক্রীড়া পরিষদের সম্পাদক কাজী আনিসুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের পরিচালক জনাব শহাদাৎ হােসেন প্রমুখ।
সম্বর্ধনার জবাবে অধ্যাপক ইউসুফ আলী বলেন, জনগণের সহিত একাত্ম হইয়া ভিক্ষাবৃত্তির লাঞ্ছনার পরিবর্তে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্বনির্ভর দেশ গড়িয়া তুলিতে হইবে।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করা হয়।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৭ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত