২ লক্ষাধিক টাকা আত্মসাতের দায়ে খুলনায় দুই ব্যক্তি গ্রেফতার
খুলনা, ১৪ই জুন—সম্প্রতি খুলনা পৌরসভার ২ লক্ষ ২২ হাজার ৩৯৮ টাকা আত্মসাতের দায়ে পৌরসভার ক্যাশিয়ার ও স্থানীয় সােনালী ব্যাংকের হেড ক্যাশিয়ারকে গ্রেফতার করা হইয়াছে।
পৌরসভার ক্যাশিয়ার গত এপ্রিল ও মে মাসের বিভিন্ন সময়ে টাকা সােনালী ব্যাংকের জমা দিতে যায়। কিন্তু জমা না দিয়া ব্যাংকের ক্যাশিয়ারের যােগসাজশে পৌরসভার জমার বইতে জাল সীলমােহর বসাইয়া টাকা আত্মসাৎ করে।
এই ঘটনা প্রকাশ হওয়ার পর পৌলসভার হিসাবে আরও বহু টাকার ঘাটতি পাওয়া যায়। এইগুলিও সে ব্যাংকে জমা দেওয়ার নাম করিয়া পৌরসভা হইতে নিয়াছিল। জিজ্ঞাসাবাদের পর পৌরসভার ক্যাশিয়ার ঘাটতি টাকা ফেরত দেয়।
এই ব্যাপারে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হইয়াছে। ক্রোক অভিযান বকেয়া কর আদায়ের জন্য খুলনা পৌরসভা মাল ক্রোক অভিযান শুরু করিয়াছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৫ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত