You dont have javascript enabled! Please enable it! 1975.06.15 | চা পানের অবসরে— বঙ্গবন্ধু | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

চা পানের অবসরে—

১৪ই জুন—উপগ্রহ ভূকেন্দ্র উদ্বোধনের পর চা-পানকালীন সময়ে বিদেশী রাষ্ট্রদূতদের সকলের সহিত বঙ্গবন্ধু গভীর হৃদ্যতার সঙ্গে করমর্দন ও আলিঙ্গন করেন। রাষ্ট্রদূতদের পত্নীগণও এক সময় বঙ্গবন্ধুকে ঘিরিয়া দাঁড়ান। সমস্ত প্রােটকলের আনুষ্ঠানিকতা ভাঙ্গিয়া বঙ্গবন্ধু একজন সাধারণ বাঙ্গালী মেজবান বনিয়া যান এবং নিজেই ডাকাডাকি করিয়া বিদেশী রাষ্ট্রদূত ও তাহাদের পত্নীদের খানার এন্তেজাম করিতে থাকেন। জনৈক বন্ধুরাষ্ট্রের রাষ্ট্রদূতের পত্নী হাসিমুকে বঙ্গবন্ধুর নিকট আগাইয়া গেলে বঙ্গবন্ধু পরিষ্কার বাংলায় তাহাকে বলেন: আপনাকে এ কে খেতে হবে। ইউরােপীয় বিদেশিনী সাগ্রহে বঙ্গবন্ধুর হাত হইতে কেকের প্লেট গ্রহণ করিয়া পরিষ্কার বাংলায় বলে, ‘আমি নিশ্চয়ই খাবাে, এবং সকলকে খেতে দেবাে। কিন্তু আপনাকে প্রথমে খেতে হবে।
বঙ্গবন্ধুর অতি সহজাত এই সামান্য কৌতুকে সমগ্র অনুষ্ঠানে একটি সরল প্রাণচাঞ্চল্য ও আনন্দের আভা ছড়াইয়া পড়ে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারতীয় রাষ্ট্রদূত মি: সমর সেন, সােভিয়েট রাষ্ট্রদূত মি: আঁদ্রে ফোমিন, কানাডার রাষ্ট্রদূত মি: ম্যাকলারেন, বৃটিশ হাই কমিশনার মি: স্মরলম্যান অষ্ট্রেলিয়ার হাই কমিশনার (সাদা পাঞ্জাবী পায়জামা পরিহিত বাঙ্গালী সাজে) মি: ক্লান্ড, ভাটিকান রাষ্ট্রদূত সংযুক্ত আরব প্রজাতন্ত্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. আল মিশরী, জাপানী রাষ্ট্রদূত মিৎ ওয়েমাদা ও তাহাদের
বেতবুনিয়া হইতে বঙ্গবন্ধু হেলিকপ্টারযােগে কাপ্তাই গমন করেন এবং তিনি সেখানেই রাত্রি যাপন করিবেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৫ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত