বঙ্গবন্ধু আগামীকাল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন
রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগামীকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। চ্যান্সেলর হিসাবে বঙ্গবন্ধু এই প্রথম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। রাষ্ট্রপতির ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছেন। বঙ্গবন্ধু প্রথমে বিশ্ববিদ্যালয় মসিজিদের পাশে অবস্থিত শহীদের মাজার জিয়ারত ও মাজারে পুষ্পমাল্য অর্পণ করবেন।
মাজার জিয়ারতের পর তিনি কলা ভবন প্রাঙ্গনে ইউ, ও , টি, সি কর্তৃক প্রদত্ত অভিবাদন গ্রহণ করবেন। এর পর বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুলের ছেলেমেয়ারা বঙ্গবন্ধুকে পুষ্পস্তবক অর্পণ করবে। ল্যাবরেটরী স্কুল পরিদর্শনের পর বঙ্গবন্ধুর সাথে অভ্যর্থনা কমিটির সদস্যদের পরিচয় করাইয়া দেয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনকাল রাষ্ট্রপতির অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সমাজ বিজ্ঞান বিভাগের মিউজিয়াম পরিদর্শন, জগন্নাথ হলের গণকবরে পুষ্পমাল্য অর্পণ, সায়েন্স এনেক্স ভবনে ড্যাটা প্রসেসিং ইউনিট পরিদর্শন, বিজ্ঞান ভবন ও পদার্থ বিজ্ঞান বিভাগ পরিদর্শন। এর পর রাষ্ট্রপতি ছাত্র শিক্ষক কেন্দ্রে উপস্থিত হবে। এখানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক প্রকাশিত রবীন্দ্র রচনাবলী, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির এলবাম উপহার দেয়া হবে। এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের পক্ষ হতে বাকশাল সদস্য পদের জন্য আবেদন পত্র পেশ করা হবে। বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে বঙ্গবন্ধুর সাথে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী জনাব এম মনুসর আলী ও শিক্ষামন্ত্রী ডক্টর মােজাফফর আহম চৌধুরী উপস্থিত থাকবেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৪ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত