You dont have javascript enabled! Please enable it! 1975.06.13 | শেখ মুজিবুর রহমান ভারতের রাষ্ট্রদূত মি: ডি. পি. ধরের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করিয়াছেন | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধুর শােক

প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সােভিয়েট ইউনিয়নে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত মি: ডি. পি. ধরের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করিয়াছেন।
‘এনার’র খবরে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রীর নিকট প্রেরিত এক শােকবাণীতে বঙ্গবন্ধু বাংলাদেশ ও উপমহাদেশের শান্তির স্বার্থে পরলােকগত মি. ধরের অবদানের কথা স্মরণ করেন।

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও জাতীয় দলের সেক্রেটারী জেনারেল জনাব এম. মনসুর আলী মস্কোতে ভারতের রাষ্ট্রদূত মি: ডি. পি. ধরের মৃত্যুতে শােক প্রকাশ করিয়াছেন। ভারতের প্রধানমন্ত্রীর নিকট প্রেরিত এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বার্থে তাহার অবদান চিরস্মরণীয় হইয়া থাকিবে।
খবর বাসস’র।
ইহা ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন ও কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদ বিশিষ্ট ভারতীয় কূটনীতিক মি: ডি. পি. ধরে মৃত্যুতে শােক প্রকাশ করিয়াছেন। খবর এনার।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৩ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত