You dont have javascript enabled! Please enable it! 1975.06.13 | আই ডব্লিউ টি সি’র অর্ধেক নৌযান অচল পড়িয়া রহিয়াছে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

আই ডব্লিউ টি সি’র অর্ধেক নৌযান অচল পড়িয়া রহিয়াছে

যন্ত্রাংশ ও পর্যাপ্ত সংখ্যক টাগের অভাবে বাংলাদেশ আভ্যন্তরীণ জল পরিবহন সংস্থার (বিআই ডব্লিউটিসি) মােট ৬ শত ৮৫টি নৌযানের অর্ধেকই অচল হইয়া পড়িয়া রহিয়াছে।
সংস্থার ঘনিষ্ঠ মহল সূত্রের বরাত দিয়া এনা জানান যে, সংস্থার আর্থিক ক্ষতি হওয়া ছাড়াও ইহার ফলে বিভিন্ন নদী বন্দরের মধ্যে মালামাল পরিবহন ও যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে বিশেষ অসুবিধা সৃষ্টি হইয়াছে। প্রায় সকল নদী খনন, অবিলম্বে যন্ত্রাংশ আমদানী এবং টাগ ও ফেরী নৌকার সংখ্যা বৃদ্ধি বর্তমান পরিস্থিতির উন্নতি ঘটানাের জন্য অত্যাবশ্যক বলিয়া সূত্রটি উল্লেখ করেন।
সংস্থার ৪ শত ৫০টিরও বেশী বার্জ ও ফ্লাট থাকা সত্বেও টাগের অভাবে বিভিন্ন নদী বন্দরে পণ্য দ্রব্যাদি জমা পড়িয়া রহিয়াছে। সূত্রটি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পণ্য দ্রব্যাদির দ্রুত পরিবহনের জন্য আরিচা গােয়ালন্দ, আরিচানগরবাড়ি ও নারায়ণগঞ্জদাউদকান্দি ফেরী ঘাটে নৌকা বৃদ্ধির প্রয়ােজনীয়তার উপরও জোর দেন।
বর্তমানে সংস্থার ১১টি যাত্রীবাহী ও ২৫টি মালবাহী নৌযান রহিয়াছে। স্বাধীনতার পর সংস্থা ৬০৫টি বিভিন্ন ধরনের যাত্রী ও মালবাহী নৌযান অয়েল ট্যাংকার ফেরী, বার্জ, টাগ ফ্লাট প্রভৃতি লইয়া কাজ শুরু করে। ইহাছাড়া সংস্থা আরও ৮০টি নূতন নৌযান সংগ্রহ করিয়াছেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৩ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত