You dont have javascript enabled! Please enable it! 1975.06.11 | কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী ৭ গুণ বৃদ্ধি করা হইবে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী ৭ গুণ বৃদ্ধি করা হইবে

খাদ্য, ত্রাণ ও ও পুর্নবাসন মন্ত্রী জনাব আবদুল মােমিন আজ এখানে বলেন, চলতি বৎসর কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীকে আরও ৭ গুণ সম্প্রসারিত করা হইবে এবং কর্মসূচীর অধীনে প্রত্যেকটি মহকুমাকে সমান গুরুত্ব দেওয়া হইবে। তবে তিনি বলেন, একটি নির্দিষ্ট এলাকায় কর্মসূচীর পরিমাণ নির্ভর করিবে জনগণের উৎসাহ উদ্দীপনার উপর। তিনি বলেন, জাতীয় উন্নয়ন বিশেষ করিয়া খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য সরকারের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীতে জনগণের অংশগ্রহণ অত্যন্ত সন্তোষজনক। জনাব মােমিন বলেন, কর্মসূচীতে জনগণের সাড়া প্রদানকে বিভিন্ন বিশ্বসংস্থা প্রশংসা করিয়াছেন। এইসব সংস্থা কর্মসূচীতে অব্যাহত সাহায্যের আশ্বাস দিয়াছেন।
খাদ্যমন্ত্রী এখানকার স্থানীয় ক্লাবে এক সভায় ভাষণ দিয়েছিলেন। মন্ত্রী কাজের বিনিময় খাদ্য কর্মসূচীর অগ্রগতি পর্যালােচনার জন্য এখানে সফরে আসিয়াছেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটে জেলা কৃষক শ্রমিক আওয়ামী লীগের সভাপতি জনাব আবুল খায়ের এম. পি। অন্যান্যনের মধ্যে ভাষণ দেন, জাতীয় দলের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আবদুল আজিজ এম. পি ও শেখ আবদুর রহমান এম. পি।
জনাব মােমিন বলেন, সরকার রিলিফের উপর জনগণের নির্ভরশীলতা অবসান ও সেই সাথে তাহাদের জাতীয় উন্নয়নে কাজ করিতে উৎসাহিত করার জন্য কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী হাতে নিয়াছেন।
দেশের খাদ্য পরিস্থিতি প্রসঙ্গে জনাব মােমিন বলেন, দেশের খাদ্য মওজুদ সন্তোষজনক। তিনি আরও বলেন, “আমরা যদি সুষ্ঠু বণ্টন ব্যবস্থা বজায় রাখিতে পারি তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১১ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত