You dont have javascript enabled! Please enable it! 1975.06.11 | চান্দিনায় পল্লী স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন- প্রতিটি থানা স্বাস্থ্য কেন্দ্রের অধীনে ৩টি করিয়া উপস্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হইবে: স্বাস্থ্যমন্ত্রী | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

চান্দিনায় পল্লী স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন
প্রতিটি থানা স্বাস্থ্য কেন্দ্রের অধীনে ৩টি করিয়া উপস্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হইবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জনাব আবদুল মান্নান আজ বলেন যে, সরকারের জাতীয় স্বাস্থ্য কর্মসূচী অনুযায়ী প্রতিটি থানা স্বাস্থ্য কেন্দ্রের অধীনে তিনটি করিয়া উপস্বাস্থ্য কেন্দ্র থাকিবে।
তিনি জানান যে, প্রতিটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে কিছু শয্যা ও সাধারণ রােগ-ব্যাধি চিকিৎসার জন্য। ঔষধপত্রের ব্যবস্থা থাকিবে। জটিলতন্ত্র রােগের চিকিৎসাব্যবস্থা থাকিবে থানা স্বাস্থ্য কেন্দ্রগুলিতে।
মন্ত্রী আজ এখানে দেশের প্রথম থানা পল্লী স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিতেছিলেন। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের চান্দিনা শাখার সভাপতি সংসদ সদস্য জনাব আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে ভাষণ দেন। জাতীয় দলের কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যাপক খুরশীদ আলম, স্বাস্থ্য সচিব ডা: টি. হােসেন ও জনসংখ্যা পরিকল্পনা সচিব ডা: কে. এ খালেক।
জনাব মান্না বলেন যে, বিভিন্ন অসুবিধা থাকা সত্ত্বেও ৩ শত ৫৬টি থানা স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ৯০ ভাগের নির্মাণকার্য সম্পন্ন হইয়াছে এবং বাকীগুলির কাজ আগামী তিন বৎসরের মধ্যে সমাপ্ত হইবে।
মন্ত্রী বিকালে বড়রায় দেশের দ্বিতীয় থানা পল্লী স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে ভাষণদানকারৈ তিনি সরকারের পরিবার পরিকল্পনা কর্মসূচী সফল করিয়া তােলার কাজে সহযােগিতার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১১ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত