You dont have javascript enabled! Please enable it!

গােমতীর বাঁধে ফাটল !! নিম্নাঞ্চল প্লাবিত

গত কয়েকদিনে মুরাদনগর ও দেবীদ্বার থানায় প্রবল বৃষ্টিপাতের দরুন পানি বৃদ্ধি পাওয়ায় গত রবিবার গােমতী নদীর বাধে ফাটল সৃষ্টি হইয়াছে। সরকারী সূত্রে একথা জানা গিয়াছে। কোন কোন নিম্নাঞ্চল এখনও পানির নিচে রহিয়াছে। স্থানীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি নিরূপণ করিতেছেন। গােমতী নদীর উভয় পার্শ্বে ১০ মাইল দীর্ঘ বাঁধ ক্ষতিগ্রস্ত হইয়াচে এবং বাঁধের কিছু অংশের উপর প্রবল চাপের সৃষ্টি হইয়াছে।
দেবীদ্বারের স্থানীয় জনগণ ক্যাপ্টেন সুজাত আলী এম. পি’র নির্দেশে বাঁধটি মেরামতে ব্যস্ত রহিয়াছেন। ক্যাপ্টেন সুজাত আলী বাসসকে জানান, শালিকাপুরের নিকট সৃষ্ট ফাটল, যেখানে নদীর তলদেশ খনন করা হইয়াছে উহা অত্যন্ত গভীর (প্রায় ৪০ ফুট) এবং স্তানীয় জনগণ উহা মেরামত করিতে অক্ষম। তিনি আরও বলেন, ফাটলটি প্রতি মুহূর্তে প্রশস্ত হইতেছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১১ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!