ভাসানীর বিবৃতি
মওলানা আবদুল হামিদ খান ভাসানী সন্তোষ হইতে প্রেরিত এক বিবৃতিতে বলেন: “দানবীর বমদাপ্রসাদ সাহা কর্তৃক প্রতিষ্ঠিত মির্জাপুর কুমুদিনী হাসপাতাল, মহিলা মহাবিদ্যালয় তথা অন্যান্য সমাজসেবা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা ভয়ানক আকার বারণ করাতে আমি অত্যন্ত মর্মাহত।
কতিপয় স্বার্থান্বেষী এবং প্রভাবশালী মহেলর অশুভ কার্যকলাপের ফলে এইসব মহান প্রতিষ্ঠানগুলি আজ অশুভ চক্রান্তের লীলাভূমিতে পরিণত হওয়ায় আজ তাহা অবাধ লুণ্ঠন ক্ষেত্রে পরিণত হইয়াছে।
আমি এইসবের তদন্ত সাপেক্ষে সুষ্ঠু পরিচালনার ব্যবস্থা ছাড়াও আলােচ্য প্রতিষ্ঠান গুলিকে পর্যায় ক্রমে সাহায্য দানের জন্য সরকারের নিকট জোর দাবী জানাইতেছি।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৮ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত