খুলনায় জেটিতে হানা দিয়া ৬৮ জন শস্য পাচারকারী গ্রেফতার
আজ খুলনার পুলিশ সুপার আকস্মিকভাবে রুজভেন্ট জেটিতে এক অভিযান চালাইয়া জাহাজ হইতে খাদ্যশস্য পাচারকারী ৬৮ ব্যক্তিকে গ্রেফতার করে। এই অভিযান চালাইবার সময় পুলিশ ৩৩ রাউন্ড ফাঁকা গুলীবর্ষণ করে। ঘটনাস্থলে পুলিশের গুলীতে নকুল সরকার নামে একব্যক্তি আহত হয়। তাহাকে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হইয়ছে।
নকুল সরকার জেটিতে অবৈধভাবে ঘুরাফেরা করিতেছিল বলিয়া প্রকাশ। পুলিশ জেটি ঘেরাও করিলে বহিরাগতরা এবং খাদ্যশস্য পাচারকারীরা নদীতে ঝাপাইয়া পলায়নের চেষ্টা করিলে ফাঁকা গুলীবর্ষণ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ২৯ জন মহিলা। পুলিশ পাচারকারীদের। নিকট হইতে প্রচুর খাদ্যশস্য ও গম উদ্ধার করে বলিয়া জানা গিয়াছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৮ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত