You dont have javascript enabled! Please enable it! 1975.06.10 | জাতীয় দলের গঠনতন্ত্র দেশকে আরব্ধ লক্ষ্যে পৌছাইয়া দিবে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

জাতীয় দলের গঠনতন্ত্র দেশকে আরব্ধ লক্ষ্যে পৌছাইয়া দিবে

বিভিন্ন স্তরের মানুষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সদ্য ঘােষিত বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের গঠনতন্ত্র এবং কাঠামােকে অভিনন্দন জানাইয়াছেন। এই অভিনন্দন বাণীতে তাঁহারা বলেন, ইহা এক নবদিগন্তের সূচনা করিয়াছে।
বাংলাদেশ কষক শ্রমিক আওয়ামী লীগের সংসদীয় দলের চীফ হুইপ শাহ মােয়াজ্জেম হােসেন বলেন, এই নূতন পদ্ধতি এবং দলের গঠনতন্ত্র দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
এই গঠনতন্ত্র দেশকে জাতীয় লক্ষ্যে পৌঁছানাের পথে আগাইয়া লইয়া যাইবে এবং ইহার ফলে জনগণের অধিকতর অংশগ্রহণের মাধ্যমে দেশের উন্নয়নের গতি ও তৎপরতা বৃদ্ধি পাইবে।
তিনি উল্লেখ করেন যে, দলের বিভিন্ন স্তর কাঠামাে নির্দিষ্ট করার ফলে বিভিন্ন স্তরের জনগণ তাহাদের মেধা ও শক্তির মাধ্যমে জনগণের সুখ ও শান্তির জন্য কাজ করিতে পারিবেন।
জনাব মােয়াজ্জেম তাহার অভিনন্দন বাণীতে আরও বলেন যে, এই ঐতিহাসিক দিনেই বিভিন্ন স্তরের জনগণ বঙ্গবন্ধুর প্রতি তাহাদের গভীর আস্থা প্রকাশ করিয়াছিল। পরবর্তী পর্যায়ে উহাই ইতিহাসে পরিণত হইয়াছিল। আবারে এই দিবসেই এই স্মরণীয় গঠনতন্ত্র ঘােষণা কর হয়।

সেনাবাহিনী প্রধান
সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল শফিউল্লাহ এক অভিনন্দন বাণীতে বলেন, দ্বিতীয় বিপ্লবকে সার্থক এবং ইহার লক্ষ্যে পৌঁছানাের ক্ষেত্রে ইহা একটি বিরাট পদক্ষেপ।
তিনি বলেন, অতএব এই উদ্দেশ্য এবং লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের কঠোর পরিশ্রম করা উচিত। এই ব্যবস্থাকে সুষ্ঠুভাবে কাজ করার সুযােগ প্রদানের উপরও তিনি গুরুত্ব আরােপ করেন।
ইহাছাড়া বঙ্গবন্ধুর এই পদক্ষেপকে অভিনন্দন জানাইয়া গতকাল (সােমবার) ঢাকার ছাত্রদেরপক্ষ হইতে মিছিল বাহির করা হয়।
জাতীয় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা, ঢাকা শহর জাতীয় ছাত্রলীগ শাখা, ভাওয়াল নগর ছাত্রলীগ শাখা এবং রাজশাহী জেলা ছাত্ররা এই মিছিলের আয়ােজন করে বলিয়া বার্তাসংস্থা বাসস জানান।
আরও যে সকল সংস্থা জাতীয় দলের গঠনতন্ত্র ও কাঠামাে ঘােষণার প্রতি সমর্থন জানাইয়াছেন তাহাদের মধ্যে রহিয়াছে উত্তরা ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ কৃষি ব্যাঙ্ক কর্মচারী সংসদ বাংলাদেশ কৃষি উন্নয়ন রাস্তা কর্মচারী ফেডারেশন, বাংলা একাডেমী কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ বিজ্ঞান শ্রমিক ইউনিয়ন, ঢাকা শহর বেকারী ও কনফেকশনারী শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ মেধাবী কনফেকশনারী শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ফায়ার সার্ভিস কর্মচারী লীগ, বাংলাদেশ নাসিং এ্যান্টেনমেন্ট এসােসিয়েশন, বাংলাদেশ কৃষি উন্নয়ন ছাড়া পাওয়ার পাম্প ড্রাইভার ফ্রেডারেশন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১০ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত