বিভিন্ন ডাকঘরে খাম পােস্টকার্ড ডাকটিকেট প্রভৃতির অভাব
দিনাজপুর সদর হেড পােস্ট অফিসসমুহ এতদঞ্চলের বিভিন্ন পােস্ট অফিসে বেশ কিছুদিন যাবৎ ইনভেলপ, পােস্টকার্ড, ডাকটিকিট ও রেভিনিউ স্ট্যাম্পের তীব্র অভাব বিরাজ করিতেছে। ফলে জনসাধারণ চিঠিপত্র আদান-প্রদানের ব্যাপারে বিরাট বাধার সম্মুখীন হইয়া পড়িয়াছে।
কুলিয়ারচর কুলিয়ারচর ডাকঘরে প্রায় একমাস যাবৎ ইনভেলপ পাওয়া যাইতেছে না বলিয়া আমাদের নিজস্ব সংবাদদাতা জানাইয়াছেন। ফলে জনসাধারণকে বাহির হইতে খাম কিনিয়া টিকিট লাগাইয়া চিঠিপত্র আদান-প্রদান করিতে অতিরিক্ত পয়সা খরচ করিতে হইতেছে।
রহনপুর: রহনপুর (রাজশাহী) হইতে প্রাপ্ত খবরে প্রকাশ, গত কয়েক দিন যাবৎ উক্ত এলাকায় বিভিন্ন পােস্ট অফিসে ইনভেলপ পাওয়া যাইতেছে না। চিঠির আদান-প্রদানে জনগণকে বাহির হইতে সাদা খাম কিনিয়া টিকিট লাগাইতে হইতেছে।
শ্যামগঞ্জ: ময়মনসিংহ জেলার শ্যামগঞ্জ ডাকঘরে বেশ কিছুদিন যাবৎ ইনভেলপ পাওয়া যাইতেছে না বলিয়া সংবাদ পাওয়া গিয়াছে।
চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ (রাজশাহী) হইতে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, কিছুদিন যাবৎ নবাবগঞ্জ পােস্ট অফিসে খাম পাওয়া যাইতেছে না বলিয়া জানা গিয়াছে।
খামের অভাবে জনসাধারণের খুবই অসুবিধা হইতেছে। উল্লেখযােগ্য যে, এইখানে প্রায়ই খাম ও ডাকটিকিটের অভাব দেখা যায়।
কুমিল্লা: কুমিল্লা হইতে ইত্তেফাক সংবাদদাতা জানান, দীর্ঘদিন যাবৎ এখানকার ডাকঘরে খামের অভাব দেখা দিয়াছে। খামের অভাবে জনসাধারণ চিঠিপত্রের মাধ্যমে আত্মীয়স্বজনের সহিত যােগাযােগের ব্যাপারে খুবই অসুবিধায় পড়িতেছেন।
মুক্তাগাছা: মুক্তাগাছা (ময়মনসিংহ) হইতে প্রাপ্ত খবরে প্রকাশ, মুক্তাগাছা থানার বিভিন্ন ডাকঘরে দীর্ঘদিন যাবৎ ইনভেলপ পাওয়া যাইতেছে না। ফলে জনসাধারণকে বাহির হইতে খাম কিনিয়া চিঠিপত্রের আদান-প্রদান করিতে অতিরিক্ত পয়সা খরচ করিতে হইতেছে।
লাঙ্গলবাধ: যশাের জেলার লাঙ্গল বাঁধ সাব পােস্ট অফিস ও সংশ্লিষ্ট ব্রাঞ্চ পােস্ট অফিসগুলিতেও বেশ কিছুদিন যাবৎ ইনভেলপ এবং বিভিন্ন মূল্যের ডাকটিকিট পাওয়া যাইতেছে বলিয়া সংবাদ পাওয়া গিয়াছে।অবিলম্বে প্রযােজনীয় ইনভেলপ ও ডাকটিকিট সরবরাহের জন্য উধ্বতন কর্তৃপক্ষের প্রতি আবেদন জানান হইয়াছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১০ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত