ভেদাভেদ ভুলিয়া ঐক্যবদ্ধ সংগ্রামে ঝাঁপাইয়া পড়ুন
গতকাল (সােমবার) সন্ধ্যায় জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক এবং শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী শ্রমিক লীগের নেতৃবৃন্দের সহিত এক পরিচিতি সভায় মিলিত হন। জাতীয় দলের তিনজন সম্পাদক জনাব জিল্লুর রহমান, শেখ ফজলুল হক মনি ও জনাব আব্দুর রাজ্জাক এবং সদস্য গাজী গােলাম মােস্তফাও সভায় উপস্থিত ছিলেন এবং তাহারা শ্রমিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
পরিচিতি সভায় অধ্যাপক ইউসুফ আলী সকল ভেদাভেদ ভুলিয়া জাতির জনকের দ্বিতীয় বিপ্লবকে ত্বরান্বিত করার পথে ঐক্যবদ্ধ সংগ্রামে ঝাপাইয়া পড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ মানুষের তথা দরিদ্র মেহনতি শ্রমিক শ্রেণীর অর্থনৈতিক মুক্তি ও সার্বিক কল্যাণের জন্য সরকার বন্ধপরিকর।
সভায় জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নান এম. পি বলেন, বঙ্গবন্ধুর ডাকে দ্বিতীয় বিপ্লবকে সফল করিয়া তােলার জন্য আমরা সকলেই একাত্ম।
জাতীয় শ্রমিক লীগৈর এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ পরিবেশন করা হয়।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১০ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত