প্রকৌশলীদের দেশ গড়ার কাজে আত্মনিয়ােগ করার আহ্বান
সংসদ সদস্য জনাব আবদুর রাজ্জাক গতকাল (মঙ্গলবার) বলেন, বিপ্লব নিছক কোন তত্ত্ব বা মতবাদ নহে, ইহা হইতেছে সর্বোচ্চ জাতীয় স্বার্থ বাস্তবায়নের উদ্দেশ্যে প্রেরণানির্ভর এক ক্রিয়াশীলতা।
বাংলাদেশ ছাত্রলীগ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পুনর্মিলনী এবং নবীন বরণ উৎসবে প্রধান অতিথির ভাষণে জনাব আব্দুর রাজ্জাক একথা জানান।
ছাত্রলীগের সহসভাপতি জনাব রাশিদুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের সদস্য শেখ শহিদুল ইসলাম এবং ছাত্রলীগের সভাপতি জনাব মনিরুল হক চৌধুরী।
জনাব রাজ্জাক বলেন, একটি স্বাধীন দেশে নাগরিক হিসাবে একজন ইঞ্জিনিয়ারকে শুধু নিজের জন্য চিন্তা করিলে চলিবে না, তাহাকে দেশ গড়ার কাজে আত্মনিয়ােগ করিতে হইবে।
তিনি ছাত্রদেরকে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব সার্থক করার জন্য ঐক্যবদ্ধভাবে আগাইয়া আসার আহ্বান জানান।
শেখ শহিদুল ইসলাম তাঁহার সংক্ষিপ্ত ভাষণে ছাত্রলিগকে উত্তরসূরীদের মধ্যে দেশের স্বার্থে আত্মত্যাগের নজির সৃষ্টি করার আহ্বান জানান। তিনি দ্বিতীয় বিপ্লবকে সার্থক করার জন্য ছাত্রদেরকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরােধ করেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৪ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত