You dont have javascript enabled! Please enable it! 1975.06.04 | সুখী সমাজ গঠনের কাজে আত্মনিয়ােগ করুন -তথ্যমন্ত্রী | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

সুখী সমাজ গঠনের কাজে আত্মনিয়ােগ করুন -তথ্যমন্ত্রী

তথ্য ও বেতারমন্ত্রী জনাব এম. কোরবান আলী মানুষে মানুষে সম্প্রীতি ও সহানুভূতি গড়িয়া তুলিয়া সুখী ও কল্যাণকর সমাজ গঠনের কাজে আত্মনিয়ােগ করার জন্য সমাজ কর্মীদের প্রতি আহ্বান জানাইয়াছেন।
বাসস জানান, মন্ত্রী গতকাল (মঙ্গলবার) লালবাগে শায়েস্তা খান কমিউনিটি সেন্টারে সমাজ উন্নয়ন প্রকল্প ৩-এর এক সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিতেছিলেন।
শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী অধ্যাপক ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের নেতা জনাব আনােয়ার চৌধুরী, সংসদ সদস্য অধ্যাপিকা আজরা আলী ও মিসেস মমতাজ বেগম এবং প্রকল্পের পরিচালক জনাব মােজাম্মেল হােসেন, সভাপতি জনাব নজরুদ্দিন আহমদ ও সম্পাদক জনাব ফজলুল হক।
তথ্যমন্ত্রী নাগরিক জীবনে আত্মকেন্দ্রীকতার উল্লেখ করিয়া বলেন, নগরসমাজ ও সভ্যতার পুনর্গঠনের জন্য এমন একটি উদ্যোগ নেওয়া দরকার যেখানে মানুষ আরও সামাজিক এবং পরস্পর পরস্পরের আরও কাছাকাছি আসিবে। মন্ত্রী এ ব্যাপারে সমাজ কর্মীদের প্রশিক্ষণ দানের উপর গুরুত্ব আরােপ করেন।
তিনি বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবকে সফল করার জন্য নূতন চিন্তাধারার উন্মেষের উপর জোর দেন।
সভাপতির ভাষণে অধ্যাপক ইউসুফ আলী সেবা ও আত্মত্যাগের মনােভাব লইয়া সমাজের কল্যাণ ও উন্নয়নে আত্মনিয়ােগ করার আহ্বান জানান।
তিনি বলেন, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব অর্থনৈতিক মুক্তির মাধ্যমে জনগণকে আত্মনির্ভর করিয়া তােলা। তিনি এ ব্যাপারে সমাজ কর্মীদেরকে আগাইয়া আসার আহ্বান জানান।
আগামী ১৫ই জুন অর্থমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন করিবেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৪ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত