You dont have javascript enabled! Please enable it!

দেশের বিভিন্ন স্থানে শিশুখাদ্য দুষ্প্রাপ্য ও দুর্মূল্য

দিনাজপুরে বেশ কিছুদিন যাবৎ শিশুখাদ্যের বেশ অভাব দেখা দিয়াছে বলিয়া জানা গিয়াছে।
প্রকাশ গত কয়েক মাস হংকং দিনাজপুর শহর হইতে শিশুখাদ্য প্রায় উধাও হইয়া গিয়াছে। কিছু কিছু শিশুখাদ্য ৪/৫ গুণ বেশী দামে বিক্রয়ের অভিযোেগও পাওয়া গিয়াছে। বর্তমানে এখানে পানি মিশানাে গাভীর দুধেও সের ৪ টাকা হইতে ৬ টাকা।
পাকশী: পাকশী (পাবনা) হইতে ইত্তেফাক সংবাদদাতা জানান, পাকশীতে প্রকটভাবে শিশু খাদ্যের অভাব দেখা দিয়াছে। গরুর দুধেও পানি। নির্ভেজাল শিশুখাদ্যের অভাবে বহু শিশু পেটের পীড়ায় ভূগিতেছে।
সাতক্ষীরা: সাতক্ষীরা (খুলনা) হইতে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, দীর্ঘ দিন যাবৎ এখানে বেবী ফুডের দুপ্রাপ্যতার কারণে বহু শিশু অপুষ্টি ও পেটের পীড়ায় ভূগিতেছে।
সান্তাহার: বগুড়া জেলার সান্তাহার হইতে ইত্তেফাক সংবাদদাতার প্রতিবেদন: বহুদিন যাবৎ স্থানীয় বাজারে শিশুখাদ্য ও জীবন রক্ষাকারী ঔষধের তীব্র অভাব বিরাজ করিতেছে। বাজারে কিছু কিছু শিশুখাদ্য পাওয়া গেলেও উহার মূল্য সাধারণের ক্রয় ক্ষমতার বাহিরে। তাছাড়া বাজারে খাটি দুধ পাওয়া খুবই মুশকিল।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৫ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!