You dont have javascript enabled! Please enable it! 1975.06.06 | রফতানীর চিনি শেষ পর্যন্ত জাহাজে উঠিল না | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

রফতানীর চিনি শেষ পর্যন্ত জাহাজে উঠিল না

শেষ পর্যন্ত সমুদ্র বন্দর হইতে চিনি ফেরত আসিতেছে। চলতি শিপিং মৌসুমে বিদেশে চিনি রফতানী করার কথা ছিল। কিন্তু যতদূর জানা গিয়াছে, চিনিকল সংস্থা এখনও কোন চিনি বিদেশে রফতানী করিতে পারেন নাই। তবে রফতানীর ব্যাপারে জোর প্রস্তুতি চালানাে হইয়াছিল। তাই বিশেষ ব্যবস্থাধীনে দেশের বিভিন্ন চিনিকল হইতে ৬ হাজার ৪ শত মেট্রিক টন চিনি খুলনার রুজভেন্ট জেটির গুদামে জমা করা হইয়াছিল।
চিনি রফতানীর ব্যাপারে ইরানের একটি বাণিজ্য প্রতিষ্ঠানের সহিত কথাবার্তাও হইয়াছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনাে চুক্তি হয় নাই।
জানা গিয়াছে, খুলনাস্থ রুজ ভেন্ট জেটির গুদামে সে ৬ হাজার ৪ শত মেট্রিক টন চিনি রাখা হইয়াছে উহা খােলা বাজারে বিক্রয় করা হইবে। দেশের ৬২টি মহকুমার জন্য কোটাও নির্ধারণ করা হইয়াছে। এজন্য চিনিকল সংস্থা টেন্ডার আহ্বান করিয়াছেন। আগামী ১২ই জুন টেন্ডার খােলা হইবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৬ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত