হুসাকের নিকট বঙ্গবন্ধুর শুভেচ্ছাবাণী
প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেকোশ্লোভাক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মি: ওস্তাদ হুসাকের নিকট প্রেরিত এক বাণীতে আশা প্রকাশ করিয়াছেন যে, বাংলাদেশ ও চেকোশ্লোভাকিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সহযােগিতা উভয় দেশের জনগণের পারস্পরিক স্বার্থে উত্তরােত্তর বৃদ্ধি পাইবে।
চেকোশ্লোভাকিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব ভার গ্রহণ করায় বঙ্গবন্ধু মি: হুসাকের নিকট এই বাণী প্রেরণ করেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৬ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত