You dont have javascript enabled! Please enable it! 1975.06.06 | কনসাের্টিয়াম বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমের প্রশংসা | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

কনসাের্টিয়াম বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমের প্রশংসা

বাংলাদেশ সাহায্য কনসাের্টিয়ামের সদস্য ১৮টি সমৃদ্ধ দেশের প্রতিনিধিরা গতকাল সর্বসম্মতভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে গত অক্টোবর হইতে বাংলাদেশ সরকারের গৃহীত ব্যবস্থাবলীর প্রশংসা করেন।
বাংলাদেশ পরিকল্পনা কমিশনের একজন সিনিয়র কর্মকর্তা গতকাল কনসাের্টিয়ামের বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বর্ণনা করেন। রুদ্ধদ্বার কক্ষে সম্মেলন অনুষ্ঠিত হইতেছে। বিশ্বস্তসূত্রে জানা গিয়াছে যে, সম্মেলনে বাংলাদেশের রিপাের্ট সম্পর্কে প্রতিনিধিরা ঐকমত্য পােষণ করেন। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা সম্মেলনে তাহার দেশের রিপাের্ট উপস্থাপন করেন। সম্মেলনে আলােচনার গতিধারা বাংলাদেশের জন্য অত্যন্ত উৎসাহজনক বলিয়া সংশ্লিষ্ট মহল হইতে জানা গিয়াছে।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা এ, কে, এম, আহসান বলেন যে, গত অক্টোবরে কনসাের্টিয়ামের বৈঠকের পর বাংলাদেশ সরকার প্রশাসনিক, অর্থনৈতিক প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে উদ্দমশীল ব্যবস্থাদি গ্রহণ করিয়াছেন। তিনি উল্লেখ করেন যে, শিল্প ক্ষেত্রে সরকারী নীতি খুবই উৎসাহজনক প্রতিপন্ন হইয়াছে।
ওয়াকিফহাল মহল বলেন যে, দাতা দেশসমূহ চলতি বৎসরে তাহাদের সাহায্যের পরিমাণ বৃদ্ধি করিতে সম্মত হইয়াছেন।
গতরাত্রে বিবিসির খবরে বলা হয় যে, শিল্পোন্নত দেশ সমূহের নিকট আগামী অর্থ বৎসরের জন্য বাংলাদেশ ১২০ কোটি ডলার সাহায্যের অনুরােধ জ্ঞাপন করে। ওয়াকিফহাল সূত্রের উদ্ধৃতি দিয়া বিবিসি জানায়, বাংলাদেশ কনসাের্টিয়ামের নিকট হইতে প্রত্যাশারই কাছাকাছি কোনাে অঙ্কের সাহায্য লাভ করিতে পারে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৬ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত