You dont have javascript enabled! Please enable it!

প্রচুর সােনা-রূপা বিদেশী মুদ্রা বিড়িপাতা তামার তার ও মাছ উদ্ধার ॥ ১২ ব্যক্তি গ্রেফতার

সন্দীপ (চট্টগ্রাম), সম্প্রতি পুলিশ এখানে জনৈক সত্যকুমার বণিকের নিকট হইতে প্রায় সাড়ে পাঁচসের স্বর্ণ, ৮সের রূপা ও বিপুল পরিমাণ পাকিস্তানী ও ভারতীয় মুদ্রা উদ্ধার করে বলিয়া জানা গিয়াছে।
প্রকাশ, এইসব স্বর্ণ, রৌপ্য ও মুদ্রা মওজুদ করিয়া রাখার কোনাে সন্তোষজনক কারণ উক্ত ব্যক্তি প্রদর্শন করিতে না পারায় পুলিশ উক্ত দ্রব্যাদি আটক করে এবং তাহাকে গ্রেফতার করে।

সাতক্ষীরায় ১২ হাজার টাকার বিড়িপাতা
সাতক্ষীরা (খুলনা) হইতে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, সম্প্রতি তালা থানার পুলিশ অভয়তলা গ্রামের সরফুল শেখ ও আসাদ শেখের বাড়ি হইতে ৭ হাজার টাকার ভারতীয় বিড়িপাতা উদ্ধার এবং দুইজন মহিলাসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করিতে সক্ষম হয়।
প্রকাশ, ঘটনার সহিত জড়িত থাকার অভিযােগে জনৈক কাস্টম ইনটেলিজেন্স অফিসার এবং তাহার একজন পিয়নকেও গ্রেফতার করা হয়।
ইহাছাড়া কিছুদিন পূর্বে সাতক্ষীরার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জনাব আমিনুর রহমান বি, ডি, আর বাহিনীর সহযােগিতায় তালা থানার নগরঘাটা গ্রামের জনৈক ব্যক্তির বাড়ি হইতে পাঁচ হাজার টাকা মূল্যের ভারতীয় বিড়িপাতা উদ্ধার করিতে সক্ষম হন

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ হাজার টাকার টেণ্ডু ও কুন্তিপাতা
ব্রাহ্মণবাড়িয়া (কুমিল্লা) হইতে আমাদের নিজস্ব সংবাদদাতার প্রতিবেদন, সম্প্রতি পুলিশ পৃথক পৃথক অভিযান চালাইয়া পাঘাচং স্টেশন হইতে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় টেপাতা এবং মন্দভাগ স্টেশন হইতে প্রায় ২০ হাজার টাকা মূল্যের কুন্তিপাতাসহ একটি ওরাগন (নং ৮৬৮২১) আটক করে বলিয়া খবর পাওয়া গিয়াছে। ওরাগন ভর্তি বিড়িপাতা পাচারের ঘটনার সহিত জড়িত থাকার অভিযােগে সহকারী স্টেশন মাস্টার ও পাের্টারকে গ্রেফতার করা হয়।

নাটোরে ৭ মণ তামার তার
নাটোর (রাজশাহী) হইতে ইত্তেফাক সংবাদদাতার প্রতিবেদন, সম্প্রতি পুলিশ নাটোর মহকুমার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালাইয়া ৭ মণ তামার তার উদ্ধার করিতে সক্ষম হয়। এ ব্যাপারে জড়িত থাকার অভিযােগে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলিয়া জানা গিয়াছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৬ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত