বিশ্বব্যাঙ্ক ১৯০ কোটি টাকার ঋণ প্রদান করিবে
বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার তৃতীয় বৎসরের (৭৫-৭৬) বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণের জন্য বিশ্বব্যাঙ্ক বাংলাদেশকে ১৯০ কোটি টাকার সমতুল্য ১৫ কোটি ডলারের একটি ঋণ দান করিতে পারে। বিশ্বব্যাঙ্ক সূত্রের বরাত দিয়া এনা জানান, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) তহবিল হইতেই এই অর্থ প্রদান করা হইবে। যথাসময়ে পর্যাপ্ত অর্থ সংগৃহীত হইলে গত বৎসরের তুলনায় এইবার সাহায্য আরও বৃদ্ধি পাইতে পারে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৬ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত