যশােরে হাজার হাজার একর জমির চারাধান ও বীজ বিনষ্ট
সম্প্রতি অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে যশাের জেলার বিভিন্ন এলাকার হাজার হাজার একর জমির কচি চারা ও বপনকৃত ধান এবং পাটের বীজ নষ্ট হইয়া গিয়াছে।
সংবাদে প্রকাশ, বৈশাখ মাসের ১৫ তারিখের পর জেলার সর্বত্র বৃষ্টি হওয়ার পর কৃষকরা জমিতে ধান ও পাটের বীজ বপন করে। কিন্তু বীজ বপন করিবার ৪/৫ দিন পরই প্রত্যহ বৃষ্টিপাতের ফলে জেলার বিল এলাকার ও নীচু এলাকার জমিতে পানি জমিয়া যাওয়ায় ক্ষেতের অধিকাংশ চারা ধান ডুবিয়া যায় এবং বপনকৃত বীজ নষ্ট হইয়া যায়। জানা গিয়াছে, বিল ইছামতি, বিল বুরাইল, বিল জলেশ্বর, বিল ডাকাতিয়াসহ জেলার বিভিন্ন এলাকার বিলের এবং নীচু জমির প্রায় এক লক্ষ একর জমির চারা ধান ও বপনকৃত বীজ নষ্ট হইয়া গিয়াছে। যশাের জেলার বিভিন্ন এলাকার বিল ও নীচু জায়গার প্রায় ৫০ হাজার উপর জমিতে আর বীজ দেওয়া যাইবে না এবং আগামী ফসল হইবে না।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত