You dont have javascript enabled! Please enable it! 1975.06.01 | বিশ্বস্বাসথ্য সম্মেলনে বাংলাদেশের প্রতি চীনের পূর্ণ সমর্থন | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

বিশ্বস্বাসথ্য সম্মেলনে বাংলাদেশের প্রতি চীনের পূর্ণ সমর্থন

জেনেভায় সম্প্রতি সমাপ্ত বিশ্বস্বাস্থ্য সম্মেলনে চীন বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে।
ঢাকায় প্রাপ্ত খবরের বরাত দিয়া বাসস জানান, প্রথমত: সাধারণ কমিটিতে বাংলাদেশের সদস্যপদের জন্য মনােনয়ন কমিটিতে এবং পুনরায় তিন বৎসরের জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্বাহী বাের্ডের বাংলাদেশকে নির্বাচনের জন্য চীন ভােট দান করে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত