শ্রদ্ধাঞ্জলি
গতকাল (রবিবার) ভাের ৬টা হইতে মরহুমের মাজারে কোরানখানি শুরু হয়। আছরের নামাজ পর্যন্ত কোরানখানি চলে। সকাল নয়টার সময় এবং কোরানখানির পর মরহুমের আত্মার মাগফেরাত কামনা করিয়া মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।
প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ হইতে তাহার বিশেষ সহকারী জনাব তােফায়েল আহমদ মরহুমের মাজারে পুস্পার্ঘ্য নিবেদন করেন। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের পক্ষ হইতে জনাব জিল্লুর রহমান, জনাব আব্দুর রাজ্জাক ও জনাব মুস্তাফা সারােয়ার পুষ্পস্তবক অর্পণ করেন। সাবেক মাে: ন্যাপের সাধারণ সম্পাদক মি: পঙ্কজ ভট্টাচার্য এবং জনাব মােহাম্মদ ফরহাদ তাহাদের সহিত ছিলেন।
প্রত্যুষে প্রাক্তন অর্থমন্ত্রী জনাব তাজুদ্দীন আহমদ সর্বপ্রথম মরহুমের মাজার জিয়ারত করেন। প্রাক্তন মন্ত্রী জনাব মতিউর রহমান, কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ, পল্লী উন্নয়ন, সমবায় ও স্থানীয় সরকার মন্ত্রী মি: ফণী ভূষণ মজুমদার, ডাক ও তার বিভাগের প্রতিমন্ত্রী জনাব কে, এম, ওবায়দুর রহমান, চীপ হুইপ শাহ মােয়াজ্জেম হােসেন, হুইপ জনাব আব্দুর রউফ, মরহুমের আত্মীয়স্বজন, অসংখ্য গুণগ্রাহী এবং সমাজের সর্বস্তরের লােকজন মরহুমের মাজার জিয়ারত করেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত