সারের অভাবে চাষাবাদ বিঘ্নিত
স্থানীয় সার ডিলারদের নিকট হইতে সময়মত প্রয়ােজনীয় সার না পাওয়ার দরুন অত্র এলাকায় ফসল উৎপাদন বিঘ্নিত হইতেছে বলিয়া অভিযােগ পাওয়া গিয়াছে।
প্রকাশ, বর্তমানে শেরপুরে যথেষ্ট পরিমাণ হাইপার ও পটাশ সার পাওয়া গেলেও এখন আর উহার কোনাে প্রয়ােজন নাই। কারণ বর্তমানে সকল জমিতেই ফসল বােনা হইয়া গিয়াছে। অথচ জমি তৈরী করার পূর্বে ঐ সার প্রয়ােগ করিতে হয়। অপরদিকে বর্তমানে ইউরিয়া সারের প্রয়ােজন। হইলেও ডিলারদের নিকট পর্যাপ্ত পরিমাণ ইউরিয়া সার পাওয়া যাইতেছে না।
ন্যায্যমূল্যে সার পাইতেছে না
কিশােরগঞ্জ (ময়মনসিংহ) হইতে নিজস্ব সংবাদদাতা জানান, মহকুমার বিভিন্ন এলাকার কৃষকগণ নির্ধারিত মূল্যে সার পাইতেছেন না বলিয়া অভিযােগ পাওয়া গিয়াছে। অভিযােগে প্রকাশ, বর্তমানে সারের অত্যন্ত প্রয়ােজন সত্বেও ডিলারদের নিকট হইতে চাষীরা প্রয়ােজনীয় সার পাইতেছে না। অথচ খােলাবাজারে উচ্চমূল্যে নাকি প্রচুর সার পাওয়া যাইতেছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত