বাংলাদেশ-হাঙ্গেরী ঋণ চুক্তি স্বাক্ষর
গতকাল (শনিবার) বাংলাদেশ ও হাঙ্গেরীর মধ্যে ১৩ কোটি টাকার একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হইয়াছে। এই চুক্তির অধীনে হাঙ্গেরী বাংলাদেশকে রেলওয়ে বগি সরবরাহ করিবে। বাংলাদেশ প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে মােট ১ শত ৮৯টি ব্রড ও মিটার গেজ ক্রয়ের প্রস্তাব দিয়াছে। এ ব্যাপারে আলােচনার উদ্দেশ্যে হাঙ্গেরী হইতে শীঘ্রই একটি প্রতিনিধিদল বাংলাদেশে আগমন করিবেন। এ খবর এনা’র।
বাংলাদেশ হইতে পাট, পাটজান্দ্রব্য, ট্যান ও আধা ট্যান করা চামড়া রফতানী করিয়া এই ঋণ পরিশােধ করা হইবে। এই ঋণের জন্য শতকরা আড়াইভাগ সুদ দিতে হইবে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আশরাফউজ্জামান এবং হাঙ্গেরীর রাষ্ট্রদূত মি: ল্যাজোস বােজী স্ব স্ব রাষ্ট্রের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত