বিশ্বশান্তির স্বার্থে অর্থ ব্যবস্থার পরিবর্তন অত্যাবশ্যক
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন এবং ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ড. আহূতি কার জালাইনেন গত সপ্তাহে হেলসিংকিতে একমত হন যে, বর্তমান অর্থ ব্যবস্থার পরিবর্তন বিশ্ব শান্তির স্বার্থে অত্যাবশ্যক। তাঁহার প্রতিপক্ষের সহিত আনুষ্ঠানিক আলাপ আলােচনার সময় ড. কামাল হােসেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সাহায্য সমর্থনের জন্য ফিনল্যান্ড সরকারকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের টাকার মূল্য পুন নির্ধারণের পরিপ্রেক্ষিতে অধিকতর হারে পণ্য ও খাদ্য সাহায্য প্রদানের অনুরােধ জানান।
বর্তমান কর্মসূচীর কাঠামাের বাইরে প্রকল্প সাহায্যের জন্য বাংলাদেশের অনুরােধ ফিনিশ সরকারের সহৃদয় বিবেচনা লাভ করিবে বলিয়া আশা করা হইতেছে।
এনা জানান, মাসাধিককাল বিদেশ সফরান্তে ড. কামাল হােসেন ৪ঠা জুন লন্ডন হইতে ঢাকা প্রত্যাবর্তন করিবেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত