You dont have javascript enabled! Please enable it!

গঙ্গা-কপােতাক্ষ প্রকল্পাধীন ১৫শত একর জমি মরুভূমিতে পরিণত

ভেড়ামারা (কুষ্টিয়া), ২৭শে মে। গঙ্গা-কপােতাক্ষ প্রকল্পের এস.টু.জি ক্যানেলের অধীনে ১৫শত একর জমি পানির অভাবে মরুভূমিতে পরিণত হয়েছে।
জি কে পরিকল্পনার পাম্প স্টেশনের পাশ দিয়ে প্রবাহিত প্রায় দুই মাইল লম্বা এস, টু, জি ক্যানেলে সেচ পরিকল্পনা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনাে পানি সরবরাহ করা হয়নি। ফলে গত ৬/৭ বছর থেকে উক্ত ক্যানেলের অধীনে ১৫শত জমিতে চাষীরা কোনাে ফসল ফলাতে পারেনি। অথচ সামান্য একটু সংস্কার করলেই মাঠ পানিতে ভরিয়ে দেওয়া যায়।
স্থানীয় কৃষকদের অভিমত যে, দুই মাইল দীর্ঘ ক্যানেল টিকে কিছুটা গভীর করে এবং খালের সংযােগ স্থলের সাইফোনটি একটু নীচু করে বসালেই সব অবস্থাতেই মাঠে সেচ করা সম্ভব হবে।
এ ব্যাপারে স্থানীয় কৃষকগণ প্রজেক্ট ডাইরেক্টর, ডেপুটি কমিশনার সহ বহু উধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েও কোনাে ফল পাননি।

সূত্র: বাংলার বাণী, ২৯ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!