সৎ ও ত্যাগী কর্মীদের দ্বারাই দ্বিতীয় বিপ্লব সফল হতে পারে
বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের অন্যতম বিশিষ্ট নেতা শেখ শহীদুল ইসলাম গত বুধবার ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের কর্মীদের দ্বিতীয় বিপ্লবের কর্মসূচীগুলাে বাস্তবায়নের মাধ্যমে দেশের সাধারণ মানুষকে মুক্তিদানের জন্য সমাজতান্ত্রিক চিন্তাধারায় উদ্বুদ্ধ হবার আহ্বান জানান।
শেখ শহীদ এদিন কালিয়াকৈরে থানা ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের এক যৌথ সভায় প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। জনাব হারিসুদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাবেক পাটমন্ত্রী জনাব শামসুল হক, ডাকসুর সহ-সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, ছাত্র ইউনিয়ন নেতা জনাব আবদুল কাইয়ুম মুকুল, ছাত্রলীগ নেতা শ্রী স্বপন কুমার সাহা, জনাব বজলুর রহমান ও ওখানকার জাতীয় দল নেতা মােহাম্মদ হাবিবুল্লাহ বক্তৃতা করেন।
শেখ শহীদ বলেন, কর্মীদের অবশ্যই সমাজতন্ত্রের মর্মার্থ বুঝতে হবে এবং সেভাবে কাজ করতে হবে। যারা সমাজতান্ত্রিক কর্মসূচী বানচাল করতে চায়, কর্মীদের অবশ্যই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, একমাত্র সৎ, ত্যাগী ও ঐক্যবদ্ধ কর্মী বাহিনীর আন্তরিক প্রচেষ্টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বর্তমানে দেশে পরিচালিত দ্বিতীয় বিপ্লব সফল হতে পারে।
জনাব মুজাহিদুল ইসলাম সেলিম বঙ্গবন্ধুর গতিশীল নেতৃত্বে দেশ গড়ার কাজে ঝাপিয়ে পড়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।
সূত্র: বাংলার বাণী, ৩০ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত