You dont have javascript enabled! Please enable it! 1975.05.31 | ভূমিহীন কৃষকদের সমবায়ের অন্তর্ভুক্তির প্রস্তাব | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

ভূমিহীন কৃষকদের সমবায়ের অন্তর্ভুক্তির প্রস্তাব

গতকাল এক সরকারী তথ্য বিবরণীতে বলা হয় ভূমিহীন কৃষকদেরকে সমবায়ের অন্তর্ভুক্ত করা হবে। ভূমির অধিকারী এবং ভূমিহীন কৃষকদের জন্যে একই সমবায় থাকবে।
কারিগরী মিলনায়তনে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব বাস্তবায়নে আই, আর, ডি, পি’র ভূমিকা শীর্ষক সেমিনারের সমাপ্তি দিবসে আজ এই মর্মে প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে বলা হয়, ভূমিহীন বলতে তাদেরকেই বুঝাবে যাদের জমির পরিমাণ এক একরের কম।

সূত্র: বাংলার বাণী, ৩১ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত