বঙ্গবন্ধু ১৪ই জুন উপগ্রহ ভূ-কেন্দ্র উদ্বোধন করবেন
রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫ই জুনের পরিবর্তে আগামী ১৪ই জুন বেতবুনিয়ার উপগ্রহ ভূ-কেন্দ্রের উদ্বোধন করবেন। এক সরকারী তথ্য বিবরণীতে একথা জানান হয়েছে।[১৪৯] নারায়ণগঞ্জে ১২টি বেকারীর কোটা বাতিল অনিয়মিত মওজুতের কারণে নারায়ণগঞ্জ শহর রেশনিং অফিস নারায়ণগঞ্জের ১২টি বেকারীর চিনি ও ময়দার মাসিক কোটা বাতিল করে দিয়েছেন। গত বৃহস্পতিবার একজন সরকারী মুখপাত্র একথা জানান। খবর বাসস’র।
উল্লেখ্য, ইতােপূর্বে গত ১৮ই মে একই কারণে নারায়ণগঞ্জে তিনটি বেকারীর প্রতি ‘সাসপেনশন’ জারী করা হয়।১৫০ শিল্পকলা একাডেমী তথ্য সংগ্রহ করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে তথ্য সংগ্রহের কাজে হাত দিয়েছেন। | গত বৃহস্পতিবার একাডেমির দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর দেওয়া হয়। একাডেমির এই উদ্দেশ্য সাধনের জন্য দেশের সকল সঙ্গীত নৃত্য, চারুকলা, চলচ্চিত্র ও নাট্য প্রতিষ্ঠানসমূহের সহায়তা কামনা করা হয়েছে। আবেদনে সকল সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির (সেগুনবাগিচা, রমনা, ঢাকা) সঙ্গে যােগাযােগ করে প্রশ্নমালা সংগ্রহ করতে অনুরােধ করা হয়েছে।
সূত্র: বাংলার বাণী, ৩১ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত