গােয়ালন্দে উন্নত পাট চাষের ব্যাপক কর্মসূচী নেওয়া হয়েছে
গােয়ালন্দ মহকুমার সর্বত্র উন্নত পদ্ধতিতে পাট চাষ করার জন্য সরকারের কৃষি দফতরের স্থানীয় পাট উৎপাদন শাখা এক ব্যাপক ভিত্তিক কর্মসূচী গ্রহণ করেছে। এই কর্মসূচী বাস্তবায়নের জন্য গােয়ালন্দ মহকুমার পাট চাষ উপযােগী সকল জমিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এই শাখাগুলাে হচ্ছে রাজবাড়ি, পাংশা, কালুখালী ও নলিয়া জামালপুর শাখা এবং এই শাখাগুলাের। পাট চাষ তদারক ও উন্নয়নের জন্য একজন করে মহকুমা পর্যায়ের কর্মকর্তা নিয়ােগ করা হয়েছে।
এবছর গােয়ালন্দ মহকুমার এই চারটি শাখা অফিসে প্রত্যক্ষ তদারকিতে প্রায় আট হাজার একর জমিতে উন্নত পদ্ধতিতে পাট চাষ করার ব্যবস্থা করা হয়েছে এবং এজন্য প্রয়ােজনীয় সার ও বীজ ইতােমধ্যেই সরবরাহ করা হয়েছে। কৃষি বিভাগ আরাে জানাচ্ছেন ভবিষ্যতে চাহিদা মেটাবার জন্য প্রয়ােজনীয় সার ও মওজুদ রাখা হয়েছে। এখানে উল্লেখ করা যেতে পারে যে চাষীরা পাটের ভালাে দাম না পাওয়ায় এঅঞ্চলে পাট চাষ ক্রমেই হ্রাস পেয়েছে মহকুমা ব্যাপী গত মৌসুমেও উন্নত পদ্ধতিতে পাট চাষ করা হয়েছিল কিন্তু বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগে সে ফলন আশানুরূপ হয়নি।
সূত্র: বাংলার বাণী, ২৭ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত